অনেকগুলো মানুষ মনুষ্যত্ত্বের মূল্যায়ন করে না, কথা দিয়ে কথা রাখে না এবং প্রতিদান দিতে চায় না; এ নাজুক অবস্থা হতে উত্তোরণের সুপারিশ সম্বলিত একটি ম্যাসেজ।
অতএব হে বন্ধু! একটু সতর্ক হও! নিজকে পরিবর্তন করো! শক্ত হও! আবেদন ও বিনিময়ের চুক্তি বিহীন কাউকে কোন কিছু দিবে না এবং নিজেও কোন কর্মে যোগদান করবে না ও এভাবে কাউকে ওয়াদাও দিবে না। এমন ভাবে দানও করবে না, যাতে তোমাকেই আবার আরেক জনের কাছে চাইতে হয়। আরেকজনের দোষকে দেখবে না, বরং তার গুণকে দেখবে এবং পারলে যথা সম্ভব তার দোষ গোপন রাখবে। পাপকে নয়, পাপীকে ঘৃণা করবে এবং কাউকে কী দিতে পেরেছ, সেটি নয়; বরং তুমি কী করতে পেরেছ, সে হিসেবে আত্মসমালোচনা করে নিজকে মূল্যায়ন করবে। মানুষকে নেগেটিভ চোখে না দেখে, সবসময় পজেটিভ চোখে দেখবে। যে তোমার চাইতে ছোট, তাকে মনে করবে তার পাপ কম, তাই সে তোমার চাইতে ভালো; আর যে তোমার চাইতে বড় তাকে মনে করবে, তার বয়স বেশি, তাই ভালো কাজের পরিমাণও তার নিকট তোমার চাইতে বেশি, অতএব সে তোমার চাইতে ভালো। আবার এও মনে করতে পার, মানুষের মন পরিবর্তনশীল; আর মৃত্যুর আগ মূহুর্তে যে ভালো, প্রকৃত প্রস্তাবে সেই ভালো। তাই মৃত্যুর আগ মূহুর্তে সে হয়তো তোমার চাইতে ভালো হয়ে যাবে। তাই নিজকে মানুষের নিকট থেকে ছোট মনে করো। মনে রেখো হয়তো এ ভাবধারাতেই রয়েছে তোমার সাফল্য।
অন্যদিকে কারো কাছ থেকে এমন কোন টাকা-পয়সা নিবে না, যে টুকু সম্পদ তোমার বর্তমানে নেই। এতো প্রেমাবেগ দিয়ে তোমার চলবেনা। কারণ যাকে তুমি আপন ভাবছ, শ্রদ্ধা করো, স্নেহ করো বা ভালোবাস; সে হয়তো তোমার ভালো মানষি বা তোমার ভালোবাসাকে নয়; সে হয়তো তার নিজ স্বার্থকেই বিবেচনা করছে। যা তোমার প্রেমাবেগের কারণে হয়তো তুমি বুঝতে পারছ না। তাই অতি আবেগ ছাড়ো!! যুক্তি ও বুদ্ধির বিচারে কাজ করো। মনে রাখবে আবেগ বেশির ভাগ মানুষেরই ক্ষতি করে। কেবলমাত্র লক্ষ বা কোটি জনতার মাঝে হয়তো একজনের উপকার করতে পারে। আর তুমি গরীব হলে, তাহলে তোমার যত ভালো মানসিকতাই থাকুক না কেন, এ ধরনের রিক্স বা আবেগময় কোন কাজ করবে না। অর্থাৎ তোমার নিজস্ব সম্পদ ও সাধ্যের বাহিরে কোন কাজ করা যাবে না। সেই হেতু অতীতের কোন কাজের জন্য আজ দীর্ঘ নি:শ্বাস ফেলে কোন লাভ নেই। তুমি মানুষ, তুমি ভেঙ্গে পড়ার পাত্র নও। তোমার মন, চেষ্টা, ত্যাগ ও নিয়তের প্রতিদান, তোমার রবের কাছে পাবে। বাস্তব জীবনে তোমার সামর্থ অনুযায়ী, নিজকে নিরাপদ করে, কৌশলে জীবন-যাপন করো। মনকে ছোট করো না। দুনিয়াতে এটাই স্বাভাবিক। নিজকে কখনো মূল্যহীন মনে করবে না।
তুমি কি দেখো না!! তোমার বাড়ির নিকটস্থ দোকানে যে এক বোতল পানির দাম ১০ টাকা, সে
বোতলিটই যদি ফাইভ স্টার হোটেলে নিতে পার, তবে তার দাম হবে ১৫ টাকা অথবা তুমি কি এও বুঝতে পারো না, তোমার বাড়ির পাশের দর্জি ব্যক্তির কতো মূল্য! অথচ তুমি ভালো পেইন্টার, আর তোমার এলাকায় এ কাজ কেউ বুঝে না বিধায় তোমার কোন মূল্য নেই। তাই ধৈর্য ধর এবং খুঁজে বের কর তুমি কী পারবে, আর কোথায় এবং কিভাবে
এটির মূল্য হবে। সে লক্ষ্যে তুমি কাজ চালাও। প্রয়োজনে ঐ স্থানে চলে যাও যেখানে গেলে তোমার মূল্যায়ন হবে এবং দেখবে এতে হয়তো তুমি সফল হবে। মনে রেখো সৃষ্টিকর্তা প্রতিভা বিহীন কোন মানুষকে এ দুনিয়ায় পাঠাননি। একদিকে না একদিকে তোমার প্রতিভা রয়েছে এবং থাকবে। আর ইহাই চিরন্তন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো।
লিখক: আরিফ উল্যাহ চৌধূরী, গোবিন্দপুর, হাজির বাজার, ফেনী সদর, ফেনী বাংলাদেশ। মোবাইল: +৮৮০১৭১৮৯৮১৩৪৪, ইমেইল: a30761223@gmail.com
তারিখ: ২৫/১২/২০২১ খ্রি.
কী ওয়ার্ডস ফর সার্চ ইঞ্জিন: মানসিক স্বাস্থ্য, স্বাস্থ্য ও সুস্থ্যতা, সাইকোলজিক্যাল হেল্থ, হেল্থ এন্ড ফিটন্যাস, ভালো মানুষের মূল্যায়ন। Psychological Health, Mental Health, Health & Fitness, evaluate a good man.
Title: Review of human psychological health and research on this subject,
Lesson-1
Category: Health &
Fitness
Summary: Many people do not evaluate humanity, do not keep talking and do not
want to reciprocate; A massage with a recommendation to get out of this
delicate situation.
Body: Dear friends, I am not giving this message for the purpose
of insulting you. This message is being written for your correction and
warning. So don't get me wrong. Rather try to understand what I have written. I
will try to write more on this title if I get your support. Because I think
that if a person can be changed for the better by changing his mind, then this
is the best thing a person can do. Listen, while not all people apply, I find
that some people are very ungrateful. When they get something for free, they do
not evaluate it properly, on the contrary, they insult it. Too much to
sacrifice, they have to be worthless; And if you show more emotion, you don't
have to be selfless. Given opportunities and weaknesses, they pursue
self-interest and neglect responsibility; And dishonor. They do not talk. Not
only do they evaluate good people, but they also have no idea about the merits
and demerits of human beings. They only value money and power. Not a decent
person like you! Besides, if they give something they don't want, then they
have to be underestimated. You may not understand if you are poor, but if you
have a chance, he will prevent you from getting more respect than him. You will
see how much pressure, arrogance and lies are being resorted to retain his
honor or to hide his crime or to earn respect and how much harmful tactics, backbiting,
gossiping, grouping is going on against you. You, or the lion's share of
society, may not understand this. Because he performs social responsibilities.
Saints are acceptable to society! You may not have had a chance to see his ugly
character. People will keep these things in their knowledge.
Therefore, O friend!
Be careful! Change yourself! Be tough! Do not give anything to anyone without
an agreement of application and exchange and do not engage in any action
yourself and do not promise anything to anyone in this way. Don't donate in
such a way that you have to ask another person. Do not look at the faults of
others, but look at their merits and if possible, hide their faults as much as
possible. Not to sin, to hate the sinner, and not to give to anyone; Instead,
evaluate yourself for what you have done. Don't look at people with negative
eyes, always look at them with positive eyes. He who is younger than you will
think he has less sin, so he is better than you; And he who thinks he is older
than you, is older, so the amount of good work is more to him than you,
therefore he is better than you. Again, you may think that the human mind is
changeable; And that which is good in the moment before death, is good in the
real proposal. So in the moment before death he may be better than you. So
think of yourself as less than human. Remember, maybe this is the way to become
successful. On the other hand, do not take any money from anyone that you do
not have at present. You can't go with so much love. Because the one you think
you are, respect, cherish or love; He may not be your good man or your love; He
may be considering his own interests. Which you may not understand because of
your passion. So let go of too much emotion !! Work with reason and intellect.
Remember that emotions hurt most people. It may only benefit one person out of
millions or millions of people. And if you are poor, then no matter how good
your mentality is, it will not do any such ricks or emotional work. That is, no
work can be done beyond your own resources and means. That is why there is no
point in taking a deep breath today for any past work. You are human, you are
not to be broken. The reward of your mind, effort, sacrifice and intention will
be with your Lord. In real life, live according to your ability, keep yourself
safe, live wisely. Don't underestimate. This is normal in the world. Never feel
worthless.
Don't you see !! A
bottle of water that costs 10 rupees in the store near your house, if you can
buy that bottle in a Five Star hotel, then it will cost 15 rupees or you don't
even understand how much the tailor next to your house is worth! But you are a
good painter, and no one in your area understands this work, so you have no
value. So be patient and find out what you can afford, and where and how it
will be worth it. You work towards that goal. If necessary, go to the place
where you will be evaluated and see that you may be successful. Remember that
the Creator did not send a person without talent into this world. On one side
or the other, your talent is and will remain. And this is eternal. Thanks
everyone. All the best.
Writer: Arif Ullah Chowdhury, Gobindapur, Hajir Bazar, Feni,
Bangladesh. Mobile: +8801718981344, Email: a30761223@gmail.come
Keywords for search engine: Psychological Health, evaluate a good man,
Health & Fitness. Promise and ungratefulness
0 Comments